চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ১৯৫২ সালে ভাষার জন্য প্রাণ দিয়েছিলে রফিক,শফিক,সালাম,বরকত ও জাব্বারসহ আরোও অনেকে। ১৯৯৯ সালে ইউনেস্কো ১৭ নভেম্বর ২১ শে ফেব্রয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।চাঁপাইনবাবগঞ্জে মহান ২১ শে ফেব্রুয়ারী ২০২১ এর নানান কর্মসূচি হাতে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
প্রতিবেদক কে দেয়া এক পত্র থেকে জানা যায় যে, ২০ তারিখ দিবাগত রাত ১২ টা ১ মিনিটে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ,২১ তারিখ সকাল ৯ টায় গ্রীন ভিউ স্কুলে উপস্থিত রচনা লিখন প্রতিযোগিতা,একই সময় ও স্থানে সুন্দর হাতের লেখা প্রতিযগিতা, সকাল ১০ টায় গ্রীন ভিউ স্কুলে চিত্রাঙ্কন প্রতিযগিতা অনুষ্ঠিত হবে।
এছাড়াও, সকাল ১০ টায় জেলা শিল্প কলা একাডেমিতে দেশাত্মবোধক সংগীত প্রতিযগিতা ,একই সময় ও স্থানে,নৃত্য প্রতিযগিতা,কবিতা আবৃতি প্রতিযগিতা অনুষ্ঠিত হবে। বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা,পুরস্কার বিতরণ,ও সংসক্রেটিক অবস্থান অনুষ্ঠিত হবে।
এ এছাড়াও সকলের প্রিয় স্হানীয় লেখকদের নিয়ে বই মেলার আয়োজন করা হয়েছে। ২১ শে ফেব্রয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত কালেক্টরেট চত্তরে ( বঙ্গবন্ধু মুক্তমঞ্চের প্বার্শে) অনুষ্ঠিত হবে।