চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ ৪ এপ্রিল রবিবার বিকালে শহরের শহীদ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে আরো গতিশীল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডঃ জনাব মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব মোঃ আতিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দ্বায়িত্ব প্রাপ্ত নেতা জনাব মোঃ শাহজালাল মুকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি জনাব মোঃ আব্দুল ওদুদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য জনাব মোঃ ইফতেখার সুজন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক জনাব মোঃ শহিদুল হুদা অলক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আমানুল্লাহ বাবু, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জনাব মোঃ রুহুল আমিন ও সাধারণ সম্পাদক জনাব মোঃ রুহুল আমিন রাসেলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় শেষে জেলার সাবেক ছাত্র লীগের সভাপতি ও সম্পাদক দের হাতে স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরম তুলে দেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। এছাড়াও সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্য্য নির্বাহী কমিটির সভা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।