চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নাচোল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রশিদ( ঝালু খান) এর পক্ষে গণসংযোগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।আজ মঙ্গলবার বিকালে নাচোল পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকেের প্রার্থী আব্দুর রশিদ ঝালু খান এর পক্ষে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের তালপুকুর এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন নাচোল ওর্য়াড আওয়ামী লীগ সভাপতি আজিমুল ইসলামের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন আরো উপস্থিত ছিলেন নৌকার মনোনীত প্রার্থী আব্দুর রশিদ ঝালু খান, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আবু সুফিয়ান, নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ জান্নাতুন নাইম মুন্নিসহ স্থানীয় আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নাচোল পৌরসভা আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রশিদ খান জানান বর্তমান নাচোল পৌরসভায় যেন উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি তাই পুনরায় নৌকাকে বিজয়ী করতে আহব্বান জানান আব্দুল রশিদ ঋালু খান ।