চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ এক কোটি কুড়ি লাখ টাকা মূল্যের ১ কেজি ২০ গ্রাম হেরোইনসহ ১ যুবককে আটক করা হয়ছে।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল রোববার (১৮ এপ্রিল) দুপুর ৩ টার দিকে অভিযান টি চালায়।
আটককৃত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. শরিফুল ইসলাম (২৫)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টংপাড়া এলাকায় অবৈধ মাদকদ্রব্য নিয়ে ১যুবক অবস্থান করছে।
খবরটি পেয়ে দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে শরিফুলকে হেরোইনসহ হাতেনাতে আটক করে র্যাব-৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।