চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া মোড়ে সড়ক দূর্ঘটনায় হামজাল্যাবরেটরিজের ইউননী ঔষধ চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার মিজানুর রহমান নামের এক ব্যক্তি নিহত হন।
আজ শুক্রবার ২৩ এপ্রিল ২০২১ শুক্রবার সকাল ১২ঃ৩০ ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মোঃ মিজানুর রহমান (৩২) নিহত হয়। সে সদর উপজেলার বালিয়াডাঙ্গর পিয়ারাপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে করে মোটরসাইকেল আরোহী মিজানুর গুরতর জখম হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোযাফফর হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, সড়ক দূর্ঘটনায় নিহত মিজানুর হামজা ল্যাবরেটরিজের (ইউননী ঔষধ) চাঁপাইনবাবগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার ছিলেন। তার মরদেহ মর্গে আনা হয়েছে। আইনানুগ ব্যব্স্থা নিয়ে মিজানুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।