চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের চলমান মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২৪৬ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শিয়ালামারা পশ্চিমপাড়ার মোছা এমিলি বেগম ও মো. এজাবুল হকের ছেলে মো. একরামুল হক (২৭)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ফেব্রুয়ারি বুধবার রাত পৌণে ১২টার দিকে শিয়ালমারা মধ্যপাড়ার মশালের দোকানের সামনে থেকে ১ হাজার ২৪৬ বোতল ফেনসিডিলসহ একরামুলকে হাতেনাতে আটক করে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়।
উল্লেখ্য, র্যাব-৫, রাজশাহী দীর্ঘদিন যাবৎ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের হাতেনাতে আটকের লক্ষ্যে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছে।