চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
১ কোটি ৯৭ লাখ টাকা মূল্যের ১ কেজি ৯৭০ গ্রাম হেরোইন ও ১৩৮ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পৃথক ২টি অপারেশন দল।
আটককৃত আসামি ২ জন হচ্ছে, শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বিনোদনগর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা তাজামুল হক ও মোছা. কুলসুম বিবির ছেলে আবুল হায়াত (২৫) ও কানসাটের জসিম উদ্দিন (৩০)।
জানাগেছে, মঙ্গলবার(১৮ মে) বিকেল ৪:২০মিনিট এ র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার রসুলপুর মোড়ে হাজী মার্কেটের ফাতেমা কনফেকশনারীর সামনে অভিযান চালিয়ে ১কেজি ৯৭০ গ্রাম হেরোইনসহ হায়াতকে হাতেনাতে আটক করে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হায়াত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
অপর দিকে ১৭ মে রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী টাওয়ার বিজিবি চেকপোষ্ট থেকে মহিজ’র বাড়ির সামনে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।