চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা বইউদ্দিন এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২২ মার্চ) বিকেল ৫টায় নেজামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা বই উদ্দিনের দাফনের আগে নাচোল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা নির্বাহি অফিসার সাবিহা সুলতানা, সাবেক এমপি মু. জিয়াউর রহমান, নাচোল পৌরমেয়র আব্দুর রশিদ ঝালুখান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে বার্ধক্যজনিত কারণে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর