চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা।রবিবার (৭ মার্চ) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গনে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয়।
পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্ঝ এএইচএম আব্দুর রকিব, বিপিএম, পিপিএম (বার) এর সভাপতিত্বে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত ডিআইজি, রাজশাহী জোন টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)।প্রধান অতিথি বেলুন উড়িয়ে ও কেক কেটে সকলের সাথে আনন্দ উদযাপন করেন।
আনন্দ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ মাহবুব আলম খান পিপিএম, ফজলে-ই-খুদা, সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন, ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দীন সরদার, জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বিশ্বাস বাবু,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমানসহ সদর উপজেলার ইউনিয়নসমুহের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বারগণ, আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, গ্রাম পুলিশ ও বিভিন্ন পেশাজীবী সুধীবৃন্দ।