চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ মোটরসাইলের তেলের ট্যাঙ্কি ও বডিতে বিশেষ কায়দায় আমদানী নিষিদ্ধ ভারতীয় ১০৫ বোতল ফেনসিডিল, ১টি বাইক ও নগদ ৬০০ টাকাসহ ১ জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল।
শিবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের দাউন জাগির নার্সারী মোড়ের রাস্তায় চেকপোষ্টে এ ঘটনাটি ঘটে।আটককৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি বিশ্বাসটোলা গ্রামের ৭নং ওয়ার্ডের সাদিকুল ইসলামের ছেলে শুকুদ্দি (২৬)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার(১৮ এপ্রিল ) দুপুর সোয়া ২ টার দিকে শিবগঞ্জের চেকপোস্টে ১টি হিরো গ্লামার বাইককে থামানোর সংকেত দেয় র্যাব। এ সময় বাইক আরোহী সংকেত অমান্য করে পালিয়ে যাবার সময় রাস্তার পাশে পড়ে যায় এবং আসামি দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করতে সক্ষম হয় র্যাব।
আটককৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।