চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত। সোমবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ওর্য়াড আওয়ামী লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক মোঃ গোলাম নাশেম রবির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল জনাব মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস এমপি, সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। জাতীয় সংগীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান।
এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মসফিকুর রহমান টিটো,যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোসাঃ ইয়াসমিন সুলতানা রুমা, জেলা ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ সিকদার,সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক,জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ফাইজার রহমান কনক, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অংকুর যুবায়ের, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডাঃ সাঈফ জামান আনন্দসহ স্থানীয় আওয়ামী লীগ।
সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে সমাঝোতা না হওয়ায় পরবর্তীতে জেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বসে চুড়ান্ত সিধান্তে জাবেন বলে জানান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মিজানুর রহমান মিজান।