fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর ভাঙন প্রতিরোধ

                                           
ইয়ামিন হাসান (শুভ)
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে প্রায় ৪০০ কোটি টাকার নদীর রক্ষা কাজ শুরু হয়েছে। ২৯টি প্যাকেজে ৬ দশমিক ১ কিলোমিটার নদীর তীর রক্ষা করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জলোর সদর উপজেলার চরবাগডাঙ্গা-শাহজাহানপুর ইউনিয়নে পদ্মা নদীর ভাঙন হতে রক্ষা প্রকল্পের আওতায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড এই কাজ বাস্তাবায়ন করছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মেহদী হাসান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ২৯টি প্যাকেজের মধ্যে চরবাগডাঙ্গা এলাকায় এরই মধ্যে ৩টি প্যাকেজের কাজ শুরু হয়েছে। বাকিগুলো শুরুর অপেক্ষায় রয়েছে।

এদিকে আজ বুধবার চরবাগডাঙ্গার পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। এ-সময় তার সঙ্গে ছিলেন- রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আমিরুল হক ভুঁইয়া, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মেহদী হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মর্তুজা মন্ডল ও ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

প্রকল্পটি বাস্তবায়ন শেষে এই দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষ উপকৃত হবে। রক্ষা পাবে ঘরবাড়ি, হাজার হাজার বিঘা ফসলি জমিসহ কোটি কোটি টাকার সম্পদ। কাজের মান বজায় রেখে দ্রুত প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন ফেরদৌসী ইসলাম জেসি।

উল্লেখ্য, পদ্মা নদীর তীব্র ভাঙনে ওই এলাকার বহু ঘরবাড়ি, ফসলি জমি, আমবাগান ও বিভিন্ন ধরনের স্থাপনা বিলীন হয়েছে। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন