চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীসহ ১ পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৫ শনিবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৪টায় মাদক ব্যবসায়ী আল আমিনকে ৬১৩ পিস ইয়াবাসহ নাচোল উপজেলার নেজামপুর গ্রাম হতে আটক করা হয়। অপর এক অভিযানে পলাতক আসামী শাহজালাল বাদশা জনিকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের মসজিদপাড়ার মোঃ রেজাউল করিমের ছেলে আল আমিন (৩৪) ও পলাতক আসামী শাহজালাল বাদশা জনি (৩৫) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের দরগাপাড়া এলাকার মৃত মাওলা বক্স এর ছেলে।
শনিবার রাত সোয়া ১০টায় পাঠানো এক প্রেসনোটে র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নাচোল উপজেলার নেজামপুর হতে ৬১৩ পিস ইয়াবাসহ আল আমিনকে হাতেনাতে আটক করে। এসময় আল আমিনের নিকট হতে ২টি সিমকার্ডসহ ১টি মোবাইল জব্দ করা হয়। অন্যদিকে, অপর এক অভিযানে পলাতক আসামী শাহজালাল বাদশা জনিকেও আটক করা হয়। আল আমিনের বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।