চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
জেলা প্রশাসন: চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) এ কে এম তাজকির উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (অবঃ) মোসাঃ রাজিয়া সুলতানা, প্রফেসর মনোয়ারা খাতুন, অধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ শাহিদা জামান, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা, প্রমুখ। বক্তারা নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার নিয়ে আলোচনা করেন।
এছাড়া বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান উপস্থিত থাকা বক্তারা।