চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার শহড়াতলা মোড়ে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক সামান্য আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার রসুলপুর-ইসরাইল মোড়ের সহাড়াতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় বৃহস্পতিবার বিকেলে দুটি ট্রাকের হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের চালক সামান্য আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করে সু্স্থ করে।
এ ঘটনায় দুই ট্রাকের ইঞ্জিন দুপড়ে মুচড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি সাভাবিক।