fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরের সাহিত্যিক মোঃ নুর হোসেন শব্দ কথায় সৃষ্টি করে চলেছেন সাহিত্যের নানান আদিত্য তাকবিরে তাশরিক কখন কিভাবে? সূনয়না বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি জয়নাল,সাধারণ সম্পাদক শাহাদাত  Making The World A Better Place স্লোগানে তরুণ নেতৃত্ব তৈরি করছে  ইউপিজি ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে পদক্ষেপ নেওয়ার সময় এসেছে- শিল্পমন্ত্রী বেনাপোলে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বন্ধুত্ব সকল স্বার্থের উর্ধ্বে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী পাইকগাছায় উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা উত্তরা আজমপুরে ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান; নেতৃত্বে মেয়র মোঃ আতিকুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জের জেলা আ’লীগের নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত

                                           
মোঃ ইয়ামিন হাসান (শুভ)
প্রকাশ : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

দেশের করোনা পরিস্থিতি এবং হেফাজতে ইসলামের অরাজক কর্মকাণ্ডের প্রতিহত করতে নেতাকর্মীদের করণীয় নিয়ে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৮ এপ্রিল সকাল ১০ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাসের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী দিনে করোনা নিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মত প্রদান করা হয় এবং হেফাজতে ইসলামের এই সমস্ত অরাজক কর্মকাণ্ডকে প্রতিহত করার জন্য সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানানো হয়।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন,যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-১ এর সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা-পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম,জেলা আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, সাধারণ সম্পাদক শান্ত্বনা হক শান্তা, জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন