নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।আগামীকাল এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি জানান।
তিনি বলেন, লকডাউন বাড়ানো হলেও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলা থাকবে। এই সময় অফিস-আদালত ও গণপরিবহন বন্ধ থাকবে। হোটেল-রেস্তোরার ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে। বিমান চলাচলের ক্ষেত্রে আগের যে সিদ্ধান্ত ছিল, সেটাই থাকবে।
গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় লকডাউন ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় দফায় এটি বাড়িয়ে ২৮ তারিখ পর্যন্ত করা হয়। এবার তৃতীয় দফায় ৫ মে পর্যন্ত এটি আরও এক সপ্তাহ বাড়লো।