চট্রগ্রামের ভূজপুর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার পরোয়ানাভুক্ত ৬ আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) দুপুর ১২.০১ ঘটিকা হইতে ৩১জুলাই দুপুর ১২.০০ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে থানা সূত্র জানায়।
থানার ওসি অাসহাব উদ্দিন জানান, শুক্রবার ভোর রাত পর্যন্ত থানার এসআই রাশেদুল হাসান এর নেতৃত্বে এস আই আব্দুল আলিম, এসআই প্রবীণ দেব ও সঙ্গীয় ফোর্সসহ ভূজপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টের ৬ আসামিকে আটক করেছে।
আটককৃতরা হলো- থানার মামলা নং-২৫(০৭)২১ এর এজাহারনামীয় আসামী মোঃ আবদুর রশিদ(৪২), ০২টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ লোকমান হোসেন, ভূজপুর থানার মামলা নং-০৫(০৫)১৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড এবং জিআর-৩৫/১৪ এর ওয়ারেন্ট ভূক্ত আসামী ২। মোঃ আলমগীর @ বাইট্টা আলমগীর, পিতা-হাবিবুর রহমান, সাং-রত্নপুর, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম, এবং ০২টি সাজা সিআর পরোয়ানাভূক্ত আসামী ১। কামরুন নাহান(৪২), ২। মোঃ ইসমাঈল, ০১টি সিআর পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ লোকমান হোসেন দের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ০১টি জিআর রিকল মূলে নিষ্পত্তি করা হয়েছে বলেও ওসি জানান।