গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সরকারের কঠোর লকডাউনে কর্মহীন মানুষের আয়ের উৎস না থাকায় মানবাবতার দৃষ্টিকোন থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সেলিম আজাদ।
আজ রবিবার সকালে উপজেলার ফুলবাড়িয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আয়ের হতদরিদ্র ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ।
অর্থ সহায়তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম ,ফুলবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শাহ আলম সরকার ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার, ফুলবাড়ীয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার সহ স্থানীয় নেতাকর্মী।