মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে গাংনী উপজেলা ও পৌর ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসীর জামান মৃদুলের নেতৃত্বে বিশাল আনন্দ র্যালী গাংনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ও পৌর ছাত্রলীগ আয়োজিত কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু সভাপতিত্বে ও গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭৪মেহেরপুর-২(গাংনী)আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসীর জামান মৃদুল।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখায়াত হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, উপ-দপ্তর সম্পাদক শাহিন রেজা, সাংগঠনিক সম্পাদক রায়হান উজ্জামন নিবর, মানব উন্নায়ন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মিল্টন, সহ-সম্পাদক নূরে আলম একিন, গাংনী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম রিমন, গাংনী উপজেলা জয় পরিষদের সাধারণ সম্পাদক আশিকুজ্জান সবুজ, ধানখোলা ইউনিয়ের সাধারণ সম্পাদক ওয়াজ্জেল হোসেন, মটমুড়া ইউনিয়ান ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, ছাত্রনেতা শুভ আহমেদ, ইমরান, ফাহিম আহমেদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
করোনাকালীন সময় নিজজের জীবন বাজি রেখে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য,ভালো কাজের স্বরূপ দুটি অক্সিজেন সিলিন্ডার ছাত্রলীগের কর্মীদের হাতে তুলে দেন এমপি খোকন।