নিউজ ডেস্কঃ মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী হাট বামন্দী বাজারের মসজিদের মাইকের এমলি ফায়ার চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।
বামন্দী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মালিক হোসেন সফল জানান,মুসল্লিগণ জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদ পরিষ্কার করে বাইরে গেলে,এ সময় চুরির ঘটনা ঘটে। এ সুযোগে মসজিদে থাকা মাইকের এমলি ফায়ার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৮-২০ হাজার টাকা।
বামুন্দী বাজার কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল জানান,দিনেদুপুরে মসজিদের মাইকের এমলি ফায়ার চুরি হওয়াটা এমন ঘটনা ন্যক্কারজনক। যারা এধরনের কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান জানান, বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে আমাকে জানিয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
অনুরোধেঃ যদি কোন ব্যক্তির কাছে মাইকের এমলি ফায়ার বিক্রি করার জন্য কোন ব্যক্তির যায় তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।মোবাইলঃ০১৭২০-৩০৩৮২৫