নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে ৭০গ্রাম গাঁজ ও গাঁজা সেবনের সরঞ্জামসহ ০৭মাদক কারবারি কে আটক করেছে বামন্দী ক্যাম্প পুলিশ।গতকাল শুক্রবার(২৪সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাদের আটক করে। আটককৃতরা হলো, বামন্দী নিশিপুর এলাকার মৃত আবদুল মতিনের ছেলে হাসিবুল ইসলাম শুভ(৩২), মনিরুল ইসলামের ছেলে রনি(২৪), মহিন উদ্দিনের ছেলে বসির আহাম্মেদ(৩৫), নায়েব আলীর ছেলে আব্দুল হালিম(২১), জিল্লুর রহমানের ছেলে কাদুল(৩২), নসিব উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম(৩৫) ও মৃত খোকনের ছেলে আকুল(১৮)।
বামান্দী ক্যাম্প ইনচার্জ আবুল খায়ের জানান, মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী এলাকার নিশিপুর ফরাজিপাড়ায় একদল যুবক মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ মাদক কারবারি কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করি। আটক পূর্বক ৭তজনকে গাংনী থানায় সোপর্দ করি।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,গাঁজা ও গাঁজা সরঞ্জামসহ ৭জনকে বামন্দীর ক্যাম্পের পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আদালতে প্রেরণ করা হবে।