গাংনী প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার মটমুটা ইউনিয়নের চরগোয়াল গ্রামে সুফিয়া খাতুন (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধা সুফিয়া চরগােয়াল গ্রামের মৃত রহমত আলীর স্ত্রী।
সোমবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটিদল নিজ ঘর থেকে সুফিয়ার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান মানসিক প্রতিবন্ধী সুফিয়ার স্বামী কয়েক বছর আগে মারা যান। সুফিয়ার কােন সন্তানাদি ছিলােনা। সে একা একটি বাঁশবাগানে ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করে আসছিল। সােমবার সকালের দিকে প্রতিবেশীরা তার ঘর থেকে দুর্গন্ধ পায়। এসময় স্থানীয় লােকজন গিয়ে দেখে সুফিয়ার অর্ধগলিত মরদেহ পড়ে রয়েছে।
সুফিয়া কয়েকটি জটিল রােগেও ভূগছিল। সে রােগের কারণে মরে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,উদ্ধারকৃত ওই বৃদ্ধার মরদেহ দেখে মনে হচ্ছে,বেশ কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা হচ্ছে।