মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিপুল পরিমান গাঁজা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সোমবার ২৪জানুয়ারি দুপুর ২ টার সময় উপজেলার পলাশীপাড়া গ্রামের হুমায়ুন কবিরের বাড়ি থেকে গাঁজা ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এসময় হুমায়ন কবিরের ছেলে হাসানুজ্জামানকে (২০) আটক করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রাজ্জাক জানান, হুমায়ুন কবিরের বাড়ির সিঁড়ির নিচে গাঁজা ও বিস্ফোরক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাতুল হাসান, এস আই মাসুদুর রহমান ও এএসআই বিপ্লব হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কেজি ১৩ কেজি গাঁজা ও ২ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতিটের পেয়ে হুমায়ন কবির ও তার স্ত্রী এবং মেয়ের জামাই মেহেরপুরের রাসেল রানা পালিয়ে গেছে। রাসেল রানার নামে হত্যা সহ অন্তত ১০টি মামলা রয়েছে।
বিস্ফোরক ও গাঁজা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল)অপু সরোয়ার ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আব্দুর রাজ্জাক।