গাংনীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির উদ্যোগে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে,
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলার চিৎলাস্থ কাম ফর হিউম্যানিটির কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফিজিও এইড ফিজিওথেরাপি সেন্টার এর সহযোগিতায় দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা, ফিজিওথেরাপি, ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা প্রদান করেন নাজনীন ইসলাম সেতু (বি এস সি ইন ফিজিওথেরাপি- পঙ্গু হাসপাতাল ঢাকা)
স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় ৫ টি গ্রামের অর্ধশত মানুষকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়,
আয়োজকরা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা এবং সেবা প্রদানের লক্ষ্যে এ বিশেষ আয়োজন।
ইতিপূর্বে সিএফএইচ এধরণের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে,এছাড়াও আগামীতে প্রতিটি গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা,এসময় উপস্থিত ছিলেন ধানখোলা ইউপি সাবেক মেম্বার শফিউর রহমান (টমা) পল্লী চিকিৎসক হামিদুল ইসলাম, হোমিও চিকিৎসক শাহিনুর রহমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।