নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নুরুল হক এমপির ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) উপজেলার সাহারবাটি মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাহারবাটি ইউনিয়ন ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আতাউর রহমান টোকনের সভাপতিত্বে ডা. এ এস এম নাজমুল হক সাগর এর পক্ষ থেকে দোয়া ও মোনাজাতের অনুষ্ঠান আয়োজিত হয়।
এ সময় উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সাহারবাটি জনকল্যাণ মূলক দাতাব্যসংস্থার সভাপতি আরাফাত হোসেন শাহীন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাজাহান আলি, যুবলীগ নেতা আসির ফয়সাল চপল, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফিরোজ আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান শুভ, সাহারবাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তুষার, যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারেক, প্রচার সম্পাদক আল আমিন, ছাত্রলীগ নেতা জয় আহাম্মেদ,শিপন,তৌফিক,অন্তর,আকাশ,রাসেল,উজ্জ্বল,রাকিবুল,রাজিব,লিখন,রাহিব উপস্থিত ছিলেন।