মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীত ৩০গ্রাম গাঁজাসহ আব্দুল বাকি সর্রদা(৪৫) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে আটক করে। আটককৃত আব্দুল বাকী চর গোয়াল গ্রামের সর্দার পাড়ার ইলু সদ্দারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, মেহেরপুর গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সর্দার পাড়ার নিজ বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল বাকী সর্রদারের বাড়িতে অভিযান চালিয়ে তার সয়ন কক্ষ থেকে ৩০গ্রাম গাঁজা উদ্ধার করি। তিনি আরো জানান, আটককৃত আব্দুল বাকী বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।