নিজেস্ব প্রতিবেদকঃ মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলী খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ জুন) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
খুলনা রেঞ্জের ১০ টি জেলার মধ্যে মাদক উদ্ধার, মামলার রহস্য উদ্ঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্নমান দন্ডে মূল্যায়ন প্রক্রিয়ায় বিগত তিন মাসের ফলাফলে খুলনা রেঞ্জের ১০ (দশ) জেলার পুলিশ সুপারদের মধ্যে মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির নাম ঘোষণা করা হয়।
সোমবার (৭ জুন) বেলা ১১ টায় ভার্চুয়াল (জুম) কনফারেন্সে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম (বার) এর সভাপতিত্বে ও অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম এর পরিচালনায় এবং অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এ কে এম নাহিদুল ইসলাম এর উপস্থিতিতে খুলনা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। এসময় জুম কনফারেন্সে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি খুলনা বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় রেঞ্জ ডিআইজিসহ জেলা পুলিশের সকল কর্মকর্তা পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়েছেন।
পুলিশ সুপার এস এম মুরাদ আলীর এই সাফল্য অর্জনে ভূমিকা রাখায় জেলার সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়েছে এবং আইন-শৃঙ্খলারক্ষায় জেলা পুলিশকে সহযোগিতা করায় মেহেরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।