fbpx

ক্রিকেটার ম‌ঈন আলী বাংলাদেশের জামাই

                                           
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

স্পোর্টস ডেস্কঃ লম্বা দাঁড়ির ক্রিকেটার মইন আলি জার্সিতে ব্যবহার করেন না মদ ও বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানের লোগো । বাইশ গজের শ্রেষ্ঠত্বের পাশাপাশি ইসলামকেও প্রতিনিধিত্ব করেছেন সঠিক পথে, এবং সঠিক উপায়ে । ব্যক্তি জীবনে তিনি যতটা নম্র ও ভদ্র বাইশ গজে ততটাই আগ্রাসী । সেই মঈন আলীর স্ত্রী ফিরোজা হোসেন বাংলাদেশি বংশোদ্ভূত। জন্ম-বেড়ে ওঠা দুটিই ইংল্যান্ডে হলেও তাঁর বাপের বাড়ি সিলেটে। সিলেটের পীর মহল্লায় ।

এক সময় সিলেট শহরের পীর মহল্লা এলাকার বাসিন্দা ছিলেন ফিরোজার বাবা এম হোসেন ও তাঁর স্ত্রী। এরপর সপরিবারে থিতু হন ইংল্যান্ডে । সেখানেই জন্ম ম‌ঈন আলীর স্ত্রী ফিরোজ হোসেনের । ফিরোজ হোসেনের বন্ধুত্ব হয় পাকিস্তানী বংশোদ্ভূত ইংল্যান্ডের নাগরিক মঈন আলীর, এরপর বিয়ে। তাঁদের ফুটফুটে ছোট্ট একটা ছেলেও আছে। নাম আবু বকর। এর আগেও বাবা-মায়ের সঙ্গে ফিরোজা বাংলাদেশে এসেছেন । বিয়ের পর মঈন আলীর সঙ্গেও বাংলাদেশে এসেছিলেন ।

অলরাউন্ডার মঈন আলী আজ ঢাকায় এসেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে মূলত তিনি বাংলাদেশে এসেেছন। আজ বুধবার সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন