হিমেল হাওয়া লাগল প্রাণে
কোন অজানা বাঁশির সুরে
দূর গগনে প্রদীপ জ্বেলে
স্বপ্ন জাগাও মোর হৃদয়ে।
ভেজা আঁচল ধূলার পরে
অজানা কোন উজান স্রোতে
বাঁধলে মোরে আপন করে
বেহাগ সুরে নব প্রাতে্।
লক্ষ টাকার ঝাড়বাতিটা
নাইবা জ্বলুক ঘরের কোণে
তুমি আমি আপন ভেলায়
ভালোবাসার পরম টনে।
আগুনরাঙা পলাশ বনে
ভাসিয়ে দিলাম স্বপ্ন তরী
ভোরের আবির মাখব বলে
কাজল আঁখি বিভাররী।
প্রাণে ছোয়াও পরশমণি
আলোক শিখা হৃদয় ভরি
ভুবন ভোলাও ভালোবাসায়
হৃদ গগনে সোনার তরী।।