চারদিকে লোকারণ্য
মানুষ হন্য হয়ে বসন্ত খোঁজে।
কোথায় বসন্ত?
কৃষ্ণচূড়া তার ফুল ফোটায় নাই
আমের মুকুল বের হয় নাই
দক্ষিণা বাতাস বয়ে যায় নাই।
কোথায় বসন্ত?
হেরি চারি ধারে বসন্ত খোঁজি
প্রকৃতির বসন্ত মোদের করে উপেক্ষা!
মানুষ প্রকৃতি হারিয়ে চলে উদাসীন
কৃত্রিমতা নিয়ে করে মহা হরষ।
কোকিলের কণ্ঠ দক্ষিণে বয়ে আনে না
নতুন পিঠার গন্ধে ঘুম আর ভাঙ্গে না।
কোথায় বসন্ত?
গাছে পত্রপল্লবে ভরে উঠে নাই,
ভরে উঠছে কিষাণ কিষাণীর আনন্দে।
হলুদের পোশাক পড়ে
আজি তারা বসন্তের বৈচিত্র্য খোঁজে!
কত শত স্বপ্নের কথা মনে;
মনে পড়ে এ নিবৃত্ত দিনে-
-রাসেল ইসলাম
শিক্ষার্থী ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়