fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

কেশবপুরে “বিশ্ব বন্যপ্রাণী দিবস” উদযাপন

                                           
ওয়াশিম আকরাম
প্রকাশ : বুধবার, ৩ মার্চ, ২০২১

যবিপ্রবি প্রতিনিধি:

বাংলাদেশের অন্যতম পরিবেশবাদী সংগঠন “সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ” যশোর জেলা শাখার উদ্যোগে কেশবপুর , যশোরে পালিত হয়েছে বিশ্ব বন্যপ্রাণী দিবস -২০২১ । এসময় তারা বিভিন্ন বন্যপ্রাণীর পরিবেশ ও বাস্তুতন্তে উপকারিতা এবং প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিলুপ্ত প্রজাতির প্রাণী সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করে । এছাড়াও উপজেলা পরিষদ , কেশবপুর যশোরে থাকা বিলুপ্তপ্রায় কালোমুখ হনুমানের মাঝে খাবার বিতরণ করে সংগঠনটি।

বর্তমানে দেশে বন্যপ্রাণীর আবাসস্থল আশঙ্কাজনক হারে কমছে। প্রায়শই বসবাসের নিশ্চিন্ত জায়গা হারিয়ে বিভিন্নি বন্যপ্রাণী বাধ্য হয়ে চলে আসছে লোকালয়ে। সেখানে তাদের অবাধ বিচরণের সুযোগ তো থাকেই না, বরং প্রতি মুহূর্তে তাড়া করে নৃশংসতার হুমকি। নির্বিচারে প্রাণ হারায় অনেক প্রাণী। এরই প্রেক্ষিতে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে “সেভ দ্যা ন্যাচার অফ বাংলাদেশ” যশোর জেলা শাখা আজ বুধবার সকাল ১০ টায় স্থানীয় লোকজনের মাঝে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে । এসময় স্থানীয় বিলুপ্ত প্রায় কালোমুখ হনুমানের সাথে মানুষের দৈনিন্দন সমস্যা ও কিভাবে সেগুলো সমাধান করা যায় এই বিষয়ে কথা বলে সংগঠনটির সদস্যরা। এছাড়াও বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয় জনগণের করনীয় এবং প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের অবহিত করা হয়। এরপর উপজেলা পরিষদ , কেশবপুরে থাকা হনুমানের মাঝে কলা ,পাউরুটি সহ খাবার বিতরণ করে সংগঠনটি । কেশবপুরে “বিশ্ব বন্যপ্রাণী দিবস” উদযাপন

এই বিষয়ে সংগঠনটির সভাপতি আলীনুর রহমান রানাবলেন , প্রকৃতিতে বিদ্যমান সকল প্রাণী প্রজাতি সাম্যতার ভিত্তিতে স্বাধীনভাবে পৃথিবীতে বসবাস করার ন্যায়সঙ্গত অধিকার রাখে। এই অধিকার কেবলমাত্র একতরফা মানবজাতি ভোগ করবে আর বাকীসব প্রজাতি উপেক্ষিত হবে – তা কখনো কাম্য হতে পারে না। প্রতিষ্ঠিত এই বৈষম্য দূর করে সকল প্রাণীর জন্যে এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলার প্রত্যয় নিয়ে সকল পরিবেশবাদী কে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সজিবুর রহমান, আক্তারুল ইসলাম , ওহেদুর রহমান , শরিফ সাহারা, সানজিনা হক, মোহাম্মাদ উসামা , ফাহিম রাব্বি , আবু রাসেল প্রমুখ ।

উল্লেখ্য এই প্রজাতির হনুমান বাংলাদেশে শুধুমাত্র কেশবপুর, যশোরেই দেখা যায় এবং এদের সংরক্ষণে বেশ আগে থেকেই সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন