চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের সভাপতি সৈয়দ ইমাম বাকের কেন্দ্রীয় ছাত্রলীগের “পাঠাগার সম্পাদক” নির্বাচিত হওয়ায় ছাত্র সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিভাসু ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সোমবার (২২ মার্চ) বিকেল চট্রগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্ত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা হতে ট্রেনযোগে চট্টগ্রাম পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও করতালি এবং স্লোগান দিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে বাকের বলেন, ‘আমার জন্মস্থান মাগুরা। কিন্তু আমি চট্টগ্রামের সন্তান।এই চট্টগ্রামই আমাকে ছাত্রলীগের বাকের হিসেবে পরিচয় দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘চুয়েট একসময় ছিলো অভিভাবকহীন। সেখানে জামায়াত-বিএনপির রাজত্ব ছিল। সেই মরুভূমিতে বটবৃক্ষ হয়ে আমাদের পাশে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির ভাই। যেদিন থেকে নাছির ভাইয়ের দুয়ার আমাদের জন্য খোলা সেদিন থেকে চুয়েট ছাত্রলীগকে আর পিছনে ফিরে তাকাতে হয় নাই।’
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ সম্পাদক রায়হানুল কবির শামীম এর সভাপতিত্বে ও সহ-সম্পাদক অরভীন সাকিব ইভান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু,সাবেক যুগ্ম সম্পাদক আবু তোরাব পরশ,সাবেক উপ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার,চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল, ভিপি এম এ আওয়াল রাফি,চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল আলম রনি,যুগ্ম-সম্পাদক ওয়াহেদ রাসেল, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শফিকুল আলম প্রমুখ
পরবর্তীতে চট্টগ্রাম পুরাতন স্টেশন চত্ত্বরে বাকেরকে ফুলের মালা ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান মহানগর, চবি, চুয়েট, মেডিকেল ও সিভাসু ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় কান্না বিজড়িত কণ্ঠে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাকের।
দৈনিক দেশান্তর/মামুন অর রশিদ বিজন