fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

                                           
নয়ন দাস
প্রকাশ : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে সচেতন করতে মাস্ক বিতরনসহ প্রচারনামূলক কার্যক্রম পালন করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার(১ এপ্রিল)সকাল ১১টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালে করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে সচেতন করতে বাস চালক এবং যাত্রীদের বিভিন্ন দিক-নির্দেশনা ও মাস্ক বিতরন করা হয়।এসময় যাত্রিবাহী সবুজ মিনিবাস সহ কয়েকটি বাস পরিদর্শন করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) রুহুল আমীন।পরে পৌরশহরের জিয়া বাজারে সচেতনমূলক প্রচারনা ও মাস্ক বিতরন করা হয়।বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদেরকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) রুহুল আমীন বলেন, করোনা মোকাবেলায় জনসাধারণকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।বাংলাদেশ সরকার ও আইজিপি স্যারের নির্দেশনায় আমরা করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি।গণপরিবহনে নির্ধারিত আসনের অর্ধেক যাত্রী(২টি সিটের বিপরিতে ১জন) করে নেওয়া, বাজারগুলো মনিটরিং সহ করোনা মোকাবেলায় সচেতনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার, টিআই সরোয়ার, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন