শাহীন আলম লিটন/কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ (১৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ মার্চ) বিকেলে মিরপুর উপজেলার হালসা স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমেদ মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের রমজানপুর গ্রামের মুক্তার আলীর ছেলে।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন বলেন, ‘বিকেলে দর্শনা থেকে ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় শাকিল আহমেদ নামে এক তরুণ। স্থানীয়রা ট্রেন লাইনে হাঁটতে গিয়ে ওই তরুণের মৃতদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে তার লাশটি সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।