কুষ্টিয়ার ভেড়ামারাতে কাস্টমস এক্সাইজ ভ্যাট সার্কেল দুই এর সুপারিন্টেন্ডেন্ট নওশের মেধার নেতৃত্বে ফ্যারাকপুর রেল গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার গাছের দেয়ার থেকে পাবনার ঈশ্বরদীর কুরিয়ার সার্ভিসে বুকিং এর উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপ ভ্যান ( কুষ্টিয়া ন- ১১-০২৪২) বিপুল পরিমাণে নকল আকিজ ও রোহান বিড়িসহ আটক করা হয়। যার পরিমান ৪ লক্ষ শলাকা।
বর্তমানে বিড়ি বোঝায় পিকআপ কুষ্টিয়া কাস্টমস এক্সাইজ ভ্যাট বিভাগ আঞ্চলিক কার্যালয়ে জব্দ রয়েছে ।
ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, আটককৃত বিড়ি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তৈরি করা হয়েছে। এব্যাপারে জরিতদের বিরুদ্ধে আইন গত ব্যবস্হা গ্রহন করা হচ্ছে। কুষ্টিয়া ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি প্রস্তুতকারকদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।