এই কুয়াশায় মাখা ভোর
তবুও নামাজের জন্য উঠে পড়,
খোল দোর ?
ঐ দূরে আযানের হাঁক কানে
পৌঁছালে বিছানা আর মানুষে
করে তোরজোর ।
কাটে না ঘুমের ঘোর……!
জোর কার শয়তানের না মানুষের ?
আল্লাহর ভালবাসায় , নামাজ কাজার ভয়ে
হৃদয় কম্পিত মোর ।
পাখিদের কলকাকলি পড়ে হলে ভোর ।
কুয়াশার মাঝে মুসল্লিদের
যেন একেকটা করে ফোঁড় ।
কুয়াশাকে জয় করে
আজ যে ধরলো ফজর ।
নুরের আলোয় একদিন জ্বলবে তার গোর ।
উলিপুর, কুড়িগ্রাম