কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক এএসআই’র মোটরসাইকেল নিয়ে চম্পট দিয়েছে চোর।
রোববার দিবাগত রাতে ভূরুঙ্গামারী থানার এএসআই রফিকুল ইসলামের ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল ভাড়া বাসার ভেতর থেকে চুরি হয়ে যায়।
সোমবার সকালে মোটরসাইকেল চুরির বিষয়টি বুঝতে পারেন বাসার লোকজন।
জানা গেছে, উপজেলার কলেজ পাড়া এলাকার কামাল হোসেনের বাসায় ভাড়া থাকেন ভ‚রুঙ্গামারী থানার এএসআই রফিকুল ইসলাম। ঘটনার দিন বাসার কলাপ্সিবল গেটে তালা লাগাতে ভুলে যায় ওই বাসার লোকজন। এই সুযোগে চোর বাসার ভেতরে থাকা মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়।
ওসি আলমগীর হোসেন জানান, বাসার গেট খোলা থাকায় মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছেনা। মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলছে।