পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার কাউখালী উপজেলায় অভিযান চলিয়ে ৮৫০০ পিচ ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মধ্যম শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসান মুন্না (১৯), ইকতার জাহান তৃষা(২১) ও শারমিন আক্তার নামে তিন জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫০০ পিচ ইয়াবা ও নগদ ২ লক্ষ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সহ পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় – বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদক আইনে মামলা করার হয়েছে।