fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

কল্পনায় তুমি | মোঃ মাইনুল ইসলাম

                                           
দৈনিক দেশান্তর ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

কল্পনায় তুমি
মোঃ মাইনুল ইসলাম

তুমি বার বার বল তোমায় নিয়ে লিখি না কেন!

কিভাবে লিখব বল!

তোমায় নিয়ে এত উপমা,

এত শব্দ কথায় পাব।

সব যে তুমি দখল করে নিয়েছো!

তুমি এমন এক কমলতা যা রুক্ষ

মাটির জন্য একরাশ প্রশান্তি!

তুমি ডুবন্ত নাবিকের কিংবা পথ হারা

পথিকের জীবন্ত অস্তিত্ব।

তোমায় নিয়ে লিখতে গেলে

আমার শব্দকোষ শূন্য হয়ে পড়ে।

তোমায় নিয়ে লিখতে গেলে সবকিছু

কেমন করে জানি গুলিয়ে যায়।

সবকিছু যেন সপ্ন সপ্ন মনে হয়।

হয়ে পড়ি বাকরুদ্ধ হয়ে।

তোমায় নিয়ে যতই লিখি

খুব কম হয়ে যায়।।

তোমার ও চোখ দুটি ঠিক কিসের মত জানিনা।

তবে ও চোখে তাকালেই প্রেমে পড়ে যায়।

চোখে চোখ রাখলেই নিমিষেই যেন

পাড় করে ফেলি সহস্রাব্দ বছর।

তোমার মনে আছে..?

প্রথম যেদিন তোমার চোখে চোখ রেখেছিলাম;

তোমায় বলেছিলাম তোমার চোখ দুটো আমায় দেবে!

তুমি এক গাল হেসে বলেছিলে আমি কি বাড়ণ করেছি..?

তুমি নাটোরের বনলতা সেন

কিংবা পরী না হতে পারো;

তুমি কল্পনার সেই ছবি,

যার সাথে দুদন্ড কথা বললে

এক সমুদ্র ক্লান্তি দূর হয়ে যায়।

তুমি হয়ত জানোই না;

তোমার ঐ কমল হাতের ছোয়ায়

সতেজতা আসে রুক্ষ গোলাপে;

কেটে যায় মরুভুমির রুক্ষতা!

নুপুর পায়ে তুমি যখন বৃষ্টিতে ভিজো;

তোমার আকা-বাকা চলন নুপুরের আওয়াজ

আর বৃষ্টি কণা চারোদিক শিহরিত করে তুলে।

এ যেন আকাশের মেঘ কন্যা মাটিতে এসেছে ।

পরীরাও যেন লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নিত।

মায়াবি মুখের এক ফালি হাসি ভুলিয়ে দেয় সকল বেদনা।

এ যে এক নতুন সূর্যোদয়।

পড়ন্ত বিকেলে তোমায় নিয়ে যখন কোথাও ঘুরতে যেতাম;

তোমার খোলা রেশমি চুল বাতাসে দোল খেতো ;

তা দেখে মাঝে মাঝে মনে হত,

দিবা সপ্ন দেখছি না তো!

তুমি এক পলক ছুয়ে দিয়ে;

আমার ভ্রান্তি কাটিয়ে দিতে।

তোমায় নিয়ে লিখতে গেলে

সত্যিই শব্দের টানাপোড়ন পড়ে যায়।

তাই তোমায় কবিতাই নয়;

বাস্তবে রেখে দিলাম:

কিংবা আমার কল্পনায়।।।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন