fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

কর্ণিয়া ও শেখ সাদির ‘ইচ্ছে হলে’

                                           
মামুন অর রশিদ বিজন
প্রকাশ : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

‘পাওয়ার ভয়েস’ খ্যাত সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া প্রথমবারের মতো কণ্ঠ মেলালেন ‘ললনা’ খ্যাত এই সময়ের জনপ্রিয় গায়ক শেখ সাদীর সঙ্গে। ‘ইচ্ছে হলে’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

অডিওর পর গানটির ভিডিও নির্মাণের কাজও শেষ। রাজধানীর উত্তরায় সুন্দর লোকেশনে গানটির ভিডিও চিত্র নির্মাণ করা হয়েছে। জেডএম স্টুডিওর ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমন। গানটিতে অভিনয়ও করেছেন এই জনপ্রিয় দুই কন্ঠ শিল্পী।

১০ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় কর্ণিয়ার নিজস্ব জেডএম স্টুডিওর ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ করা হবে গানটি।

গান প্রসঙ্গে কর্ণিয়া বলেন, ‘একদম ভালোবাসার একটি গান এটি। নিজ উদ্যোগেই গানটি তৈরি করেছি। সুর করার পর ভাবছিলাম কার সঙ্গে দ্বৈত করা যায়। তখনই জুয়েল মোর্শেদ ভাই শেখ সাদীর কথা বলেন। আমার কণ্ঠের সঙ্গে মানিয়ে সে দারুণ।’

কর্ণিয়া আরও বলেন, ‘ইচ্ছা ছিল আউটডোরে গানটির ভিডিও করব। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়নি। ইনডোরে শুটিং হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

শেখ সাদী বলেন, ‘কর্ণিয়া আপুর কণ্ঠ চমৎকার। তার সঙ্গে গানটি গাইতে পেরে ভালো লাগছে। আমার ভক্তরাও এটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন