fbpx
সংবাদ শিরোনাম
মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও পুলিশ সুপারসহ ১৯ জনের নামে হত‍্যা মামলা মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী

করোনা সংক্রমণ প্রতিরোধে মসিকের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন

                                           
সোহেল রানা
প্রকাশ : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

করেনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ বেলা ১১টায় নগরীর ৭ টি পয়েন্টে একযোগে মাস্ক বিতরণ ক্যাম্পেইন পরিচালনা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। সিটি কর্পোরেশরন সচিব রাজীব কুমার সরকার গাঙ্গিনাপাড় মোড়ে মাস্ক বিতরণের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের ১৮ দফা কর্মসূচী বাস্তবায়নে শক্ত অবস্থানে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় সিটির বিনোদন কেন্দ্রসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সিটির ৩৩টি ওয়ার্ডে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং মাস্ক বিতরণ ক্যাম্পেইন চলমান থাকবে।করোনা সংক্রমণ প্রতিরোধে মসিকের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন

মাস্ক বিতরণের অন্যান্য পয়েন্টসমূহ হলো- টাউন হল মোড়, নতুনবাজার মোড়, ব্রীজ মোড়, চরপাড়া মোড়, শম্ভগঞ্জ বাজার এবং মাসকান্দা বাসষ্ট্যান্ড। উল্লেখ্য, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সিটি কর্পোরেশনের লক্ষাধিক মাস্ক বিতরণের পরিকল্পনা রয়েছে।

গাঙ্গিনাপাড় মোড়ে মাস্ক বিতরণকালে আরও উপস্থিত ছিলেন প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রমুখ। নগরীর অন্যান্য পয়েন্টেগুলো সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দের উপস্থিতিতে পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন