স্টাফ রিপোর্টারঃ কোভিড ১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ১মাস ৩দিন পর মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি (৫১) করোনায় আক্রান্ত হয়।
শনিবার ( ২০শে মার্চ) মেহেরপুর সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র ঠান্ডা, কাশি অনুভব করলে সোয়াব পরীক্ষা করানো হয়। তারপর আজ দুপুরের দিকে করোনা পজিটিভ রিপোর্ট আসে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর জেনারেল হাসপাতালে কোভিড ১৯ ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহন করেছিলেন ।