fbpx
সংবাদ শিরোনাম

করোনার ‘ভারতীয়’ ধরন ছড়িয়েছে ৪৪ দেশে

                                           
প্রকাশ : বুধবার, ১২ মে, ২০২১

নিউজ ডেস্কঃ

করোনাভাইরাসের ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বিশ্বের ৪৪টি দেশে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আজ বুধবার ডব্লিউএইচওর বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১.৬১৭ ডব্লিউএইচওর আওতাধীন ছয়টি অঞ্চলের ৪৪টি দেশে শনাক্ত হয়েছে। ডব্লিউএইচওর আওতাধীন ছয়টি অঞ্চলের বাইরে আরও পাঁচটি দেশেও এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে ভারতে প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্টের কারণেই ভারতে বর্তমানে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। ভারতের পর এই ভ্যারিয়েন্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে ব্রিটেনে।

চলতি সপ্তাহের শুরুতে করোনার ভারতীয় ধরনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ডব্লিউএইচও। এর আগে ডব্লিউএইচও দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য ও ব্রাজিলের ধরনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।

বাংলাদেশেও ইতিমধ্যে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে গত ৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন