কতটা চাই
আকাশ মাহামুদ
তোমার জন্য আমি আজ নিঃস্ব।
রিক্ত আমি আজ।
দুয়ারে ভিক্ষুক আসলেও ফিরে না নিরাশ হয়ে।
কিন্তু আমি ফিরেছি একবার নয়।
বার বার নয় বহু বার।
আমার ভিক্ষের থলেতে পায়নি তার আমৃত্যু প্রেম।
এমনকি তার দর্শন অবধি পাবার সৌভাগ্য আমার হয় নি।
আর কতকাল হাতড়িয়ে যাবো?
অন্ধকারে অন্ধের মতো প্রেয়সীর মায়াবী মুখ?
মরুর মাঝে কতটা হাটলে মিলবে তোমার ঠিকানা।
আর কিভাবে বোঝালে বুঝবে ভালোবাসি খুব তোমাকে।
কতটা চাই তোমার তাও আমার অজানা।
আর কতটা হারালেই বা পুর্নতা পাওয়া যায়।
তোমার পছন্দের গোলাপ ঝাড় রোপন করেছি আমি আমার বুকের বাম পাশে।
প্রখর রোদে ছায়াদান কারী শিমুল গাছের শিকড়ো আমার দুচোখে।
আর কতটা চাই
শুধু একবার বলো।
তোমার কথায় সূচনা হবে নতুন ইতিহাস
কিংবা যুদ্ধ জয়ের জন্য ঝাপিয়ে পড়তে পারি কোনো অভিযোগ ছাড়াই।
আর কতটা চাই তোমার?
শুধু মাত্র একটি বার তোমার মুখে ভালোবাসি শুনতে,,