নিজস্ব প্রতিবেদকঃ সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে অঝোরে বৃষ্টি। আর এই বৃষ্টিকে উপেক্ষা করেও পুলিশ, বিজিবি, আনসার সদস্যসহ জনপ্রতিনিধিরা মাঠে রয়েছে লকডাউন বাস্তবায়নে। একদিকে বৃষ্টি আরেকদিকে প্রশাসনের কড়া নজরদারিতে মেহেরপুরে সড়ক গুলো রয়েছে পুরো ফাঁকা। সড়কের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। জনগণকে ঘরে রাতে মাঠে নেমেছে প্রশাসনের একাধিক ভ্রাম্যমান আদালত। সেইসাথে টহলে রয়েছে বিজিবি সদস্যরা।
মেহেরপুরের সড়কগুলোতে মোটরসাইকেল, ইজিবাইক, পাখি ভ্যান চলতে দেখা গেছে খুবই কম। মেহেরপুর বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হাওয়াই করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে উদ্বেগজনক হারে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে মানুষকে ঘরে রাখতে বদ্ধপরিকর প্রশাসন। তবে সাতদিনের কঠোর লকডাউনে কিছুটা বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। একেবারেই কর্মহীন হয়ে পড়েছে তারা।
এদিকে শ্রমজীবী মানুষকে ঘরে রাখতে তাদেরকে ত্রাণ সহায়তা দেয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।