ওরা অসহায়;
বাবুদের কাছে ওরা নিজের শরীর বন্ধক রেখে-
একটু ভাত জোগাড় করে।
ওরা অসহায়;
কুসুমের মত মনকে ওরা বজ্রের মতো কঠিন করে-
শরীরের যৌবন বিক্রি করে।
ওরা অসহায়;
নিশীথের রাতে নিজের যৌবন ফুলের পাঁপড়ি-
গুলো নষ্ট করে, সন্তানের দুগ্ধ কিনে বাড়ি ফেরে।
ওরা অসহায়;
দিনের আলোয় লুকিয়ে থাকে এই
সভ্য সমাজের ভয়ে।
ওরা অসহায়;
চাঁদের কলঙ্ক বুকে নিয়ে,পূর্ণিমার আলো হয়ে-
রাতের আকাশের অলিগলিতে ঘুরে বেড়ায়।
ওরা অসহায়;
ওদের চোখে ভাসে এক আকাশ দুঃখ,
আর মুখে থাকে কষ্টে ভরা মিষ্টি হাসি!
হ্যাঁ ওরা অসহায়; ওরা সত্যি-ই অসহায়!