দৈনিক দেশান্তরের সম্পাদক ও যুব সংগঠক মামুন অর রশিদ বিজনের একমাত্র কন্যা ওয়াসিফা আয়াত ফাইজার প্রথম জন্মদিন আজ।
২০২২ সালের ২৫ ডিসেম্বর শুভ বড়দিনে মেহেরপুরের গাংনীতে জন্ম গ্রহণ করেন ওয়াসিফা আয়াত ফাইজা। ফাইজার জন্মদিন উপলক্ষে ঘরোয়াভাবে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে জন্মদিনের কেক কাটা হয়।
মেয়ের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন দৈনিক দেশান্তরের সম্পাদক মামুন অর রশিদ বিজন ও সহধর্মিণী মিলি আক্তার বর্ষা।
মামুন অর রশিদ বিজন বলেন, সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার আমার মেয়ে ওয়াসীফা আয়াত ফাইজা। সৃষ্টিকর্তা ও সৃষ্টির কল্যাণে বেড়ে মেয়েকে উৎসর্গ করেছি। পৃথিবী নামক পরীক্ষার খাতা সফলতায় পরিপূর্ণ হোক। বাবা হিসেবে এটুকু দেখে যেতে চাই।
দৈনিক দেশান্তর পরিবারের পক্ষ থেকে ওয়াসিফা আয়াত ফাইজার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে । ইতোমধ্যে ফাইজাকে তার আত্মীয় স্বজনরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
শুভ জন্মদিন ওয়াসিফা আয়াত ফাইজা।