১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে সজীব ওয়াজেদ জয় পরিষদ গাংনী উপজেলা শাখা।
শনিবার (১৭ এপ্রিল) সকালে বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাজধানী মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় ৪ নেতা ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মেহেরপুর জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মাহমুদর রহমান অরুপ এবং গাংনী উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর জামান সবুজ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা উপস্থিত ছিলেন।
মামুন অর রশিদ বিজন / দৈনিক দেশান্তর