fbpx
সংবাদ শিরোনাম
মিরসরাইয়ে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ গ্রহণ ঐতিহ্যবাহী নদী ও বিল দখল রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে- পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহবান নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্র-শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করেছে ববি কর্তৃপক্ষ  মেহেরপুরের গাংনীতে বিএনপির বিজয় সমাবেশ কোটা আন্দোলনকারীদের ৯ দফার পাশাপাশি; ববির প্রেক্ষাপটে চারদফা দাবি শিক্ষার্থীদের যশোরে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্টারনেটের অভাবনীয় শক্তি কাজে লাগাতে হবে: জুনাইদ আহমেদ পলক কোটার বিষয়ে আদালতকে পাশ কাটিয়ে কিছুই করবে না সরকার: আইনমন্ত্রী যারা রাজাকারের পক্ষে শ্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন : পররাষ্ট্রমন্ত্রী

এম.এ. বাশারের ইংরেজি ভাষা গবেষণার বই প্রকাশ

                                           
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

মেহেরপুরের জনপ্রিয় শিক্ষক এম.এ. বাশারের ইংরেজি ভাষা গবেষণার বই ‘A Reliable Book of Gerund, Participle and Infinitive’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে হাসান বুক হাউস প্রকাশন।

জেরান্ড, পার্টিসিপল ও ইনফিনিটিভের ওপর বিস্তর গবেষণামূলক আলোচনা সংযুক্ত করে বইটি প্রকাশ করা হয়েছে। যা ইংরেজি শিক্ষকদের বিতর্ক এড়াতে ও শিক্ষার্থীদের মানসম্মত ইংরেজি শিখতে সহায়তা করবে। বাংলা ভাষায় ইংরেজি ব্যাকরণের সংশ্লিষ্ট এই বিষয়ের ওপর দেশে এধরনের গবেষণামূলক তেমন বই না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

প্রকাশের পর ইতোমধ্যে ইংরেজি ভাষা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে তথ্যভিত্তিক বইটি। ৭১টি রেফারেন্স বইয়ের আলোকে বাংলা ভাষায় বইটি লিখা হয়েছে। আগে ও বিভিন্ন শ্রেণির তথ্যভিত্তিক ইংরেজি বই লিখে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেন। নতুন বইটি পড়ার পর বিদেশি আর কোনো গ্রামারের ওপর জেরান্ড, পার্টিসিপল ও ইনফিনিটিভ শেখার ক্ষেত্রে নির্ভর করতে হবে না বলে জানিয়েছেন তিনি।

লেখক এম. এ বাশার বলেন, সর্বস্তরের শিক্ষার্থীদের জন্য জেরান্ড, পার্টিসিপল ও ইনফিনিটিভ এর মৌলিক ধারণা ও গভীর জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিসিএস-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে সফলতা অর্জনের ক্ষেত্রেও ঈর্ষণীয় ভূমিকা রাখবে বলে আশাবাদী।

বিশেষজ্ঞদের মতে, ইংরেজি ভাষা ও সাহিত্যের বিশাল অংশ দখল করে আছে জেরান্ড, পার্টিসিপল ও ইনফিনিটিভের গুরুত্বপূর্ণ উপাদানগুলো। দৈনন্দিন জীবনে মানসম্মত ইংরেজি বলতে ও লিখতে যার বিকল্প নেই। ইংরেজি ভাষা শিক্ষায় এ বইটি শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করতে যথেষ্ট সহায়ক হবে। পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কার্যকর ভূমিকা পালন করবে।

টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর ইংরেজি বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. এ.এইচ.এম আক্তারুল ইসলাম বলেন, দেশে জেরান্ড, পার্টিসিপল ও ইনফিনিটিভের ওপর এত তথ্যভিত্তিক ইংরেজি বই এটিই প্রথম। ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহের আলী বলেন, এই বইটি মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল স্তরের শিক্ষার্থী ও অনুসন্ধিৎসু ইংরেজি পাঠকের কাছে সর্বদা মানসম্মত, উপযোগী ও কাঙ্খিত গ্রন্থ হিসাবে বিবেচিত হবে।

গাংনী মহিলা ডিগ্রি কলেজ (মেহেরপুর) এর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হায়দর জাহাঙ্গীর বলেন এই বইটি মাধ্যমিক থেকে উচ্চতর সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ইংরেজি ব্যাকরণে সংশ্লিষ্ট নানা বিষয়ের উপর পরিপূর্ণ জ্ঞান দিতে সক্ষম হবে।

হাসান বুক হাউস এর প্রকাশক ড. ভক্তিময় সরকার বলেন, বইটি ভালোভাবে পড়লে শিক্ষার্থীরা শুদ্ধভাবে ইংরেজি শিখতে সক্ষম হবে। একইসাথে ইংরেজি শেখাতে বইটি যথেষ্ট সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন


এই বিভাগ থেকে পড়ুন